জমি বিবাদের জেরে প্রতিবেশীকে মারধরের অভিযোগ, নতুন পাড়া থেকে গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি। সূত্রের খবর, শান্তিপুর থানার নতুন পাড়া এলাকার বাসিন্দা এক ব্যক্তির সাথে জমি নিয়ে বিবাদ চলছিল তার প্রতিবেশির। আর সেই বিবাদের জেরে শুক্রবার রাগের বসে প্রতিবেশীকে মারধর করে ওই ব্যক্তি। আর সেই ঘটনায় আক্রান্ত প্রতিবেশী শান্তিপুর থানায় অভিযোগ জানালে শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ। রবিবার রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।