পুরো কাজ না করে পুরো টাকা দাবি করার অভিযোগ আয়াদের বিরুদ্ধে। দিন দিন বালুরঘাট জেলা হাসপাতালে বাড়ছে আয়াদের দৌরাত্ম্যে। ঘটনায় ক্ষুব্ধ রোগীর পরিবার পরিজনরা। আয়া না নিলেও জোর করে টাকার দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় রোগীর পরিবার পরিজন আয়াদের সাথে বচসায় জড়িয়ে পরে৷ এদিকে শুক্রবার রোগীর জন্য আয়া রাখার কথা বলা হলে ওই রোগীকে কেউ দেখবেন না বলে আয়াদের তরফ থেকে পরিস্কার ভাবে জানানো হয়। এরপরই আয়াদের দাদাগিরি নিয়ে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার