এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লাগাতার অত্যাচারের মাঝে শ্বাসত করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো হরিশ্চন্দ্রপুর থানার গোবরার রশিদপুর এলাকায়। মৃত গৃহবধুর নাম আয়েশা খাতুন। প্রায় এক বছর আগে সুলতান নগরের মিশ্র পাড়া এলাকার বাসিন্দা শেখ দিলোর সাথে বিবাহ হয়।বাড়তি পন ও পুত্র সন্তানের কথা বলে গৃহবদের উপর অত্যাচার চলা তো শ্বশুর-শাশুড়ি ননদ ভাসুর বলে অভিযোগ।পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।