তারাপীঠে মহাসমারহে কুমারী পুজো অনুষ্ঠিত হলো।আজ মঙ্গলবার, সকাল ১১ টা নাগাদ রামপুরহাট রামপুরহাট ২ নম্বর ব্লকের তারাপিঠে মহা অষ্টমীর পবিত্র দিনে তারাপীঠে মা তারার মন্দির চত্বরে আয়োজিত হলো কুমারী পূজা। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার জীবন্ত রূপ হিসেবে এক কন্যা শিশুকে পূজা করা হয়। তারাপীঠের সেবায়েতদের উদ্যোগে এই কুমারী পুজো অনুষ্ঠিত হয়। মূর্তি পুজোর প্রচলন নেই মাথা রাখেই দুর্গা রূপে পূজা করা হয়। তবে অষ্টমীর দিন বিশেষ এই পুজো।