গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় জমি দখল নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে ওই এলাকায় সরকারি জমি দখলের করেছে তৃণমূল ও স্থানীয় কিছু মানুষেরা। শুক্রবার দুপুর ১২.৩০ নাগাদ পাল্টা সাংবাদিক বৈঠক করে অভিযোগ অস্বীকার করেন জমির ক্রেতা-বিক্রেতা এবং এলাকার একাংশ বাসিন্দা। তাদের দাবি, জমিটি সরকারি বৈধ নথিপত্র সহ কেনাবেচা হয়েছে। তবুও বিজেপি নেতৃত্ব অযথা বিতর্ক তৈরি করছেন।