প্রত্যেক বছরের মত এ বছরেও একাদশী করাম উৎসব ও ঝুমুর নাচ প্রতিযোগিতার আয়োজন করল পিঁপড়াটোলা বেদিয়া সামাজিক কল্যাণ সমিতির সদস্যরা । এই সমাজের লোকেরা প্রাকৃতিক পূজারী ,তাই এই কারাম পূজা উপলক্ষে পুরনো রীতি মেনে কারাম গাছের ডাল ও পাঁচ ধরনের শস্য বা জাওয়ার বিছনের ডালি পূজার মধ্য দিয়ে পূজা অর্চনা শুরু করে। প্রথমে কারাম গাছে কয়েকটি ডাল কেটে নিয়ে এসে ও পাঁচ ধরনের শস্যের বা জাওয়ার ডালিতে নিজের কৃষ্টি কালচার মেনে পূজা অর্চনা করে