মেখলিগঞ্জ শহরে দুটি কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলো স্থানীয়রা। জানা যায় বৃহস্পতিবার রাতে মেখলিগঞ্জ পৌরসভা এলাকার ৭নং ওয়ার্ডের বোডিং মাঠে কচ্ছপ দুটিকে দেখতে পান স্থানীয়রা। এই খবর ছড়িয়ে পরতেই মুহুর্তেই হইচই পরে যায় এলাকায়। কচ্ছপ দেখতে ভীড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় মেখলিগঞ্জ বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা কচ্ছপ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মোঃ হামিদুল জানান, "কচ্ছপ দুটি দেখা মাত্রই আমি বনদপ্তরে ফোন করে বিষয়টি জানাই