বিজয়েশ্বর গণেশ মন্দিরে গণেশ পুজো করলেন বিধায়ক। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের দলীয় কার্যালয় রয়েছে চুঁচুড়ার বড়বাজারে। আর সেখানেই রয়েছে বিজয়েশ্বর গণেশ মন্দির। প্রতি বছর গণেশ চতুর্থীর দিন তিনি নিজের হাতে গণেশ পুজো করেন। এবছর এই পুজো ১৯ বছরে পদার্পণ করল।