দুর্গার আরেক রূপ মা ভান্ডানি, একাদশী তিথিতে পূজীত হচ্ছে মা ভান্ডানীর। কথিত আছে মা দুর্গার আরেক রূপ মা ভান্ডানী। অর্থাৎ ভান্ডারীর অধিকর্তী। প্রত্যেক বছরের ন্যায় এবারও ময়নাগুড়ি ব্লকের বার্নিশ ঘাট এলাকায় পূজিত হচ্ছে মা ভান্ডানীর। এই পূজা দশমীর পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে হয়ে থাকে।। শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ পূজা কমিটির সভাপতি দিনেশ চন্দ্র রায় বলেন এই পূজা প্রায় 500 বছরের বেশি সময় ধরে পুজো হয়ে আসছে। বার্নিশ এলাকায় মল্লিক পরিবারের পক্ষ থেকে পূজার