সাত সকালে মোটর ভেহিকেল দপ্তরের হানা বরাবাজারে। আটক পাঁচটি গাড়ি। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ বরাবাজারে হানা দিল মোটর ভেহিকেল দপ্তরের গাড়ি। দপ্তরের সূত্রে জানা যায় ওভার লোড থাকা এবং বৈধ কাগজপত্র না থাকায় মোট পাঁচটি গাড়ি আটক করেছে তারা বরাবাজার থানার পুলিশের সহযোগিতায় চারটি গাড়ি রাখা হয়েছে বরাবাজার কিষান মান্ডিতে একটি গাড়ি পাঠানো হয়েছে পুরুলিয়া।