শিক্ষক দিবসের দিন বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত নারায়নঘাটি আদিবাসী পাড়া থেকে কোটাসুর বাজার পর্যন্ত একটি ধিক্কার মিছিল করলো ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আর আজকের দিনে বৈকালে বিভিন্ন দাবিতে পথে নামল আদিবাসী সংগঠন। উল্লেখ্য ডাক্তার সোরেন কে আবগারি পুলিশের হাতে মরতে হলো কেন এছাড়াও শিক্ষক সুবল সরেনের মৃত্যুর বিচার চেয়ে তার স্ত্রীকে সরকারি চাকরি দিতে হবে ঠিক এই দাবিতে পথে নামলো আজ বৈকালে।