স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করাতেই বেধড়ক মার ধরের অভিযোগ স্ত্রী ও স্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। জানা যায় ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ ভুষ্কার ডাঙ্গা এলাকার এক যুবক মনজয় রায় করোনা কালে বিবাহ করে উত্তর মাধবডাঙ্গা জল্পেশ মোর এলাকার মৃত কলিন রায়ের কন্যা প্রতিমা রায় কে। বিবাহিত জীবন খুব ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই স্ত্রীর ব্যবহারের মধ্যে অসংগতি লক্ষ্য করে স্বামী মনজয় রায়। মনজয় রায়ের অভিযোগ আমার স্ত্রী দীর্ঘদিন থেকেই