পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হামিদপুর এলাকায় বন্ধ স্কুল এলাকায় উত্তেজনা। সপ্তাহের শেষ দিনে হঠাৎই বন্ধ হয়ে গেল হামিদপুর প্রাথমিক বিদ্যালয়। শনিবার সকালে নিয়ম মতো পড়ুয়ারা স্কুলে এলেও তালা ঝুলতে দেখে হতবাক হয়ে যায় সকলে। পড়ুয়াদের সঙ্গে এসেছিলেন বহু অভিভাবকও। তাঁরা ক্ষোভে ফেটে পড়েন এবং প্রশ্ন তোলেন– বিনা কারণে কেন বন্ধ রাখা হলো বিদ্যালয়?