ঘটনাটি নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের চামটা দাসপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে ওই এলাকার তরুণ দাস নামে এক ব্যক্তির রান্না ঘরে একটি ষাঁড় গরু ঢুকে পড়ে রয়েছে। প্রায় চার দিন হতে চলল ষাঁড় গরু টি সেখানে পড়ে রয়েছে। উঠতে পারছে না এবং খেতেও পারছে না। ফলে সমস্যা তৈরি হয়েছে তরুণ বাবুর। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কোন লাভ হয়নি বলেও জানা যায়। পরবর্তীতে খবর পেয়ে ছুটে আসেন ওই অঞ্চলের উপপ্রধান কমলাকান্ত বর্মন এবং তার চেষ্টায় শুরু হয় চিকিৎসা ব্যবস্থা।