মাটিগাড়া বিডিও অফিসের ইঞ্জিনিয়ার রাকেশ কুমার ঝা-র চুরি যাওয়া বাইক পুলিশ মাত্র দু’দিনের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিধাননগর চা-বাগান এলাকা থেকে বাইকটি উদ্ধার করে মাটিগাড়া থানার সাদা পোশাক পুলিশ ও বিধাননগর থানার পুলিশ যৌথভাবে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর বাইক ফেলে পালিয়ে যায়।ঘটনাটি ঘটেছিল গত ২৩শে আগস্ট রাতে। জানা গিয়েছে, কাজ থেকে ফিরে রাকেশ কুমার ঝা নিজের বাইক বাড়ির সামনে রেখে দেন।