চলন্ত মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার রাত দশটা নাগাদ হাড়োয়া -লাউহাটি রোডের গোয়ালপোতা এলাকায়। আহতের নাম সাহিদ নস্কর বয়স ২০ বছর।বাড়ি হাড়োয়া থানার ভয়দা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় এদিন রাতে মোটরবাইকের চাকা স্লিপ করায় পড়ে গিয়ে আহত হয়েছেন যুবক।স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা করাই হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে।