ঝালদাতে আয়োজিত হলো অল ইন্ডিয়া ল ক্লার্ক'স ফেডারেশানসের ১ ম পুরুলিয়া জেলা সম্মেলন . ল ক্লার্ক'স দের অধিকার লড়াইয়ে জেলা সম্মেলন আয়োজিত হলো। শনিবার বিকাল চারটা পর্যন্ত ঝালদা শহরের একটি বেসরকারি লজে অল ইন্ডিয়া ক্লার্ক'স ফেডারেশানসের প্রথম পুরুলিয়া জেলা সম্মেলন সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। সম্মেলনের শুরুতেই সংগঠনের পারম্পরিক পতাকা উত্তোলন এবং অতিথিবর্গের ব্যাচ, উত্তরী ও পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছ-মুখোশ দিয়ে সম্বর্ধনা জানানো হয়। সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে