অর্থ সংক্রান্ত লেনদেনকে ঘিরে নয়াপাড়া এলাকা উত্তপ্ত, ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। ১০ই সেপ্টেম্বর বুধবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের নয়াপাড়া এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বিবাদের জেরে সংঘর্ষ বাধে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই নিয়ে উভয় পক্ষ থেকেই ধর্মনগর থানায় মামলা দায়ের করা হয়। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ তুলে নিজেদের বক্তব্য প্রকাশ করে সংবাদ প্রতিনিধিদের ক্যামেরার সামনে।