নানুরের ননগর কড্ডা অঞ্চলের খুজুটিপাড়া রাধাগোবিন্দ জিউ উচ্চ বিদ্যালয়ে আজ অর্থাৎ শনিবার শিক্ষক দিবসের প্রাক্কালে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠানের। যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ের কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও একটি বিজ্ঞান প্রদর্শনীর অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা। এদিন সন্ধ্যা নাগাদ এমনটাই জানা গেছে।