মালদার কালিয়াচকের সুলতান গঞ্জের বাসিন্দা হায়দার আলির শরীরে অসংখ্য সুচ বা সিরিঞ্জ রয়েছে। এই খবর আমরা দেখিয়েছিলাম। এরপর নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হল। এই বিষয়ে শনিবার দুপুর দুটো নাগাদ ঝলঝলিয়া এলাকায় এই নিয়ে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সদীপ্ত ভাদুরি জানান, ওই যুবক যেহেতু মুখ বধির সমস্যা সেখানেই আমরা তাকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেছি। আরো কি জানেন তিনি শুনুন।