অবহেলার চরম নজির সৃষ্টি করেছে দিনহাটার গুরুত্বপূর্ণ নিগমনগর মাছ বাজার। দীর্ঘ প্রায় বছর দশেক অতিক্রান্ত এই বাজারে কোনরকম মেরামতি কিংবা সংস্কার হয়নি। সাফাইয়েরও কোন ব্যবস্থা নেই। যেন এক নরকুন্ডে পরিণত হয়েছে বাজারটি। ফলে ক্ষোভ বাড়ছে বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের। বারবার কর্তৃপক্ষকে জানানো সত্বেও সমস্যা মেটানোর কোনরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ন