This browser does not support the video element.
তমলুক: শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে বিরুলিয়া সমবায়ের বোর্ড নির্বাচনে ১২-০ আসনে তৃণমূলকে পরাস্ত করে জয়ী BJP,আজ বিজয়উল্লাস
Tamluk, Purba Medinipur | Aug 24, 2025
র্ব মেদিনীপুর জেলার বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড নির্বাচন ছিল আজ। মোট ভোটার ৯৬৯,পোলিং ভোট ৮১৮,মোট আসন সংখ্যা১২টি BJP,তৃণমূল ১২টি করে আসনে প্রার্থী দিলেও বামেরা মাত্র-১টি আসনে প্রার্থী দেয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরাচিরা PB হাইস্কুলে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। গণনায় ১২-০আসনে তৃণমূলকে পরাস্ত করে BJP জয় লাভ করে। ২০২১ বিধানসভা নির্বাচনের পূর্বে নন্দীগ্রামে BJP বিপুল জয়ে উজ্জীবিত কর্মীরা গেরুয়া আবির মেখে বিজয়উল্লাস করে। BJP তমলুক সাংগঠনিক জে