বৃদ্ধার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য বড়ঞায়। শরীরে একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। বৃদ্ধাকে অত্যাচার করে মেরে দেওয়ার অভিযোগে ছেলে ও বৌমার বিরুদ্ধে। এই ঘটনা বড়ঞা থানার কুমরাই গ্রামে। মৃতের নাম অঞ্জলী মণ্ডল। জানা গিয়েছে, ওই বৃদ্ধার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বৃদ্ধা আগে মেয়ের বাড়িতে থাকলেও প্রায় এক বছর হল ছেলের বাড়িতে থাকছেন। কিন্তু তাদের বাড়িতে থাকতেন ছেলের শাশুড়ি। সংসারে মাঝে মধ্যে লেগে থাকতো অশান্তি। বুধবার সকালে ওই বৃদ্ধার মৃত দেহ বিছানায় পাওয়া যায়।