মুর্শিদাবাদ: এশিয়ার বৃহত্তম সন্তরণ প্রতিযোগিতা আজ রূপ নিল এক মহোৎসবে। ৭৯তম বছরে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা, যার আয়োজন করেছে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন ও সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া। প্রতিবছরের মতো এবারও প্রতিযোগিতা দুই ভাগে বিভক্ত—দীর্ঘ ৮১ কিলোমিটার ও ১৯ কিলোমিটার। এদীর্ঘ ৮১ কিলোমিটারের প্রতিযোগিতা আজ সকালে শুরু হয়েছে জঙ্গিপুর আহিরণ ঘাট থেকে, যেখানে অংশ নিচ্ছেন ২১ জন প্রতিযোগী। অপরদিকে, দুপুর ১টা ৫০ মিনিটে জিয়াগঞ্জ–আজিমগঞ্জ সদরঘাট থেকে