বুলবুলচন্ডী সমর মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকে বাৎসরিক শনি মহারাজের পূজা ও বাউল অনুষ্ঠানের আয়োজন বুলবুলচন্ডী,নতুন বাস স্ট্যান্ডে শনিবার সন্ধ্যা থেকে নব নির্মিত শনি মন্দিরে শুরু হয় শনি মহারাজের পুজো, ঢাক ঢোল বাজিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো চলে, পুজোকে কেন্দ্র করে মন্দির জমজমাট ভাবে সাজিয়ে তোলা হয়, পুজো শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়,এই উপলক্ষে একদিন ব্যাপী বাউল গানের আয়োজন করা হয়