কৃষি খামার বিদ্যালয় আয়োজিত হল বর্ধমান ২ ব্লকের বড়শুল ২ পঞ্চায়েতের সভাকক্ষে। আয়োজনে আতমা বর্ধমান ২ ব্লক। এলাকার ২৫ জন চাষী কে নিয়ে ২ মাস ব্যাপী চারটি পর্যায়ে ক্লাসের মাধ্যমে প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হবে। এদিন খামার বিদ্যালয়ের শুভসূচনা হয়। খারিফ মরশুমে স্কিপ রো পদ্ধতি ধান চাষ, সম্পর্কে আলোকপাত করেন উপস্থিত সকলে। উপস্থিত ছিলেন সন্দীপ চট্টোপাধ্যায় এডিএ (এডমিন) বর্ধমান সদর সাবডিভিশন, দেবশ্রী দত্তমুদি এডিএ বর্ধমান ২ ব্লক, প্রধান রমেশচন্দ্র সরকার সহ