মোটর বাইকে পথ দুর্ঘটনায় আহত হয় মোটরবাইক আরোহীরা দুই জন। এরপর আহত ওই মোটর বাইক আরোহীদের স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে চিকিৎসার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে আহত মোটরবাইক আরোহীদের নাম সিরাজুল হক। বয়স 30 , আরিপ আনসারী। বয়স ২৫ বছর আহতদের বাড়ি একই জায়গায় গাজোলের সৈয়দপুর এলাকায়। দুর্ঘটনাটি ঘটে এদিন শনিবার খেজুর তলা ৫১২ নং জাতীয় সড়ক এলাকায়। শনিবার বিকেল চারটে নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মোটর বাইক আরোহীর দুই জনে মটর বাই