মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ পাড়া বিধান সভার পাড়া মন্ডল চার এর পক্ষ থেকে আনাড়া বিজেপির কার্যালয়ে B.L A 2 প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী, রাজ্য নেতা বিদ্যাসাগর চক্রবর্তী,চরন বাউরী, মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, জেলা কমিটির সদস্য খোকন বাউরী, স্বপন রায়, জয়দেব গঁরাই, মন্ডল জেনারেল সেক্রেটারি সহদেব বাউরী,ত্রিলোচন মাঝি সহ অন্যান্যরা।