ওদের দুজনের ভালোবাসা নাকি সেই এলাকার মধ্যে শ্রেষ্ঠ ভালোবাসা, নিজের থেকেও বেশি ভালোবাসতেন স্ত্রীকে, তিনি নিজে ভারসাম্যহীন অথচ মাছ বিক্রি করে বাজারে এনে বউকে রান্না করিয়ে খাওয়াতো এবং নিজেও খেত, সেই ভালবাসার এমন পরিণতি এলাকাবাসী হতবাক* শুক্রবার সকাল আটটা। কেবল দিনের শুরুটা হয়ে ছিলো ময়নাগুড়ি র ব্যাঙকান্দি এলাকায়।স্বাভাবিক একটা দিনে অস্বাভাবিক এই ঘটনায় মুহুর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় সরকার জানান, এদিন সকালে ব্যাগে করে স্ত্রীর দ