বহিঃ রাজ্যে যে সমস্ত শিক্ষার্থীরা বিএড এবং ডিএলএড করছে এর মধ্যে অনেক স্টাইপেন্ডের টাকা এখন পর্যন্ত প্রদান করা হয়নি জনজাতি কল্যাণ দপ্তরের তরফে। অতি সত্তর এই টাইপের প্রদান করার দাবিতে দপ্তরের অধিকর্তার নিকট ডেকরেশন প্রদান করা হয়েছে টিএসএফের উদ্যোগে। দাবি পূরণ না হলে আগামী দিনের দপ্তরে তালা ঝুলানো ঘোষণা দেওয়া হয়েছে এদিন।