পুজোর আগেই যানজট মুক্তির স্বপ্ন দেখিয়েছিল বর্ধমান রোডের নির্মীয়মাণ ফ্লাইওভার। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলেছে বাস্তব পরিস্থিতি। এখনও বিস্তর কাজ বাকি। গার্ডার বসানো, আলো বসানো সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজই এখনও সম্পূর্ণ হয়নি। এই অবস্থায় ফ্লাইওভার চালু করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সঙ্গে দায় চাপালেন রেলের কাঁধে।রাজ্যের পূর্ত দপ্তরের অর্থানুকূল্যে প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে বর্ধমান রোডে তৈরি হচ্ছে এই ফ্লাইওভার।