বিনয় তামাং রাজু বিস্তাকে সমর্থন করার কথা ঘোষণা করেছে এতে অনেকটাই ভালো হবে।মঙ্গলবার বিকেল 5 টা নাগাদ দার্জিলিঙের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন গোর্খা জনমুক্তি মোর্চা দলের সভাপতি বিমল গুরুং।তিনি আরও বলেন 2017 সালের পর থেকে বিনয়ের সাথে কোনো সম্পর্ক নেই আমার। তবে তিনি রাজু বিস্তাকে সমর্থনের কথা ঘোষণা করায় এটা অনেকটাই ভালো হল।