Download Now Banner

This browser does not support the video element.

ইংরেজবাজার: মালদায় বসল জাতীয় লোক আদালতের আসর, ২৪১০ টি মামলার নিষ্পত্তি

English Bazar, Maldah | Sep 13, 2025
শনিবার মালদায় বসল জাতীয় লোক আদালতের আসর।, মালদা জেলা আদালত সহ চাঁচল মহকুমা আদালতে এদিন তৃতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। তাই বিভিন্ন মামলার নিষ্পতির জন্য বহু মানুষ মালদা জেলা আদালতের লোক আদালতের আসরে ভিড় জমান। এই প্রসঙ্গে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অমর্ত্য চক্রবর্তী জানান, এই নিয়ে এবছর মালদায় তৃতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। আজকের লোক আদালতে ২৪১০টি মামলা নিষ্পত্তি করা হবে। যারমধ্যে অধিকাংশ মামলা রয়েছে ট্রাফিক আইন ও পথ দুর্ঘটনা সংক্রান্ত।
Read More News
T & CPrivacy PolicyContact Us