মেখলিগঞ্জ শহরে অনুষ্ঠিত হলো "আমাদের পাড়া আমাদের সমাধান" শিবির। বৃহস্পতিবার দুপুরে পুরসভার ৬নং ওয়ার্ডের আমন্ত্রণ ভবনে আয়োজিত এই শিবিরের পরিদর্শন করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। বিধায়ক পরিসেবার বিভিন্ন দিক গুলো ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষদের সঙ্গেও কথা বলেন তিনি। বিধায়ক ছাড়াও শিবরে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মন্ডল, পুরসভার পুরপ্রধান প্রভাত পাটনি সহ অনেকেই।