কয়েক মাস আগে গত বর্ষায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল জেলা জুড়ে। কংসাবতী নদীতেও বেড়েছিল জলস্তর। সেই সময় জল ছাড়া হয়েছিল অনিকেত বাঁধে। কিন্তু বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর বাঁধের জল বন্ধ করতে যখন নদীর জল কমে তখনই দেখা যায় বাঁধের কঙ্কাল সার চিত্র। জলের তোরে ভেসে গিয়েছে পাথরের বোল্ডার, ভেঙে গিয়েছে কংক্রিটের স্ল্যাব বা বক্স। ফের কদিনের বর্ষায় জলস্ফীতি বেড়েছে নদীতে। বন্যা পরিস্থিতির আভাস আসতেই কাজ শুরু নদী বাঁধ মেরামতের।