গনেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গনেশ বন্দনায় মাতলেন বাঘাডি গ্রামবাসী।বুধবার বাঘাডি গ্রামবাসীর উদ্যোগে ২৫বর্ষ গনেশ পূজার সূচনা হলো উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। পুজো শুরুর পূর্বে গ্রামের মা ও মেয়েরা ১০৮ঘট কলস শোভাযাত্রায় শামিল হয়ে পুকুর থেকে জল পূর্ণ ঘট নিয়ে মন্দিরে আসেন। সেই ঘট স্থাপনার মধ্য দিয়ে সিদ্ধিদাতা শ্রী গনেশ আরাধনায় মেতে ওঠে গ্রামবাসী।