বি কম সেমিস্টার ২ এম ডি সি পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা হলে মোবাইল দেখে লেখা ছাত্রকে টিচার ইনচার্জ ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ তুললেন বর্ধমান রাজ কলেজের অধ্যাপক তারকেশ্বর বাবু। শুক্রবার বর্ধমান রাজ কলেজে বি কম সেমিস্টার টু এর এম ডি সির পেপারের পরীক্ষা চলাকালীন মোবাইল দেখে লেখা দুই ছাত্রকে মোবাইল সমেত ধরে ফেলেন অধ্যাপক। তারপর সেই দুই ছাত্রকে টিচার ইনচার্জের ঘরে নিয়ে গিয়ে এক ছাত্রের পেপার ক্যান্সেল করলেও অপর এক ছাত্রকে ছেড়ে দেওয়া হয়।