কয়েকদিনের টানা নিম্নচাপের বৃষ্টির জেরে কার্যত নাজেহাল হয়ে উঠেছিল ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। বৃহস্পতিবার ভারত সরকারের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলার একাধিক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে ভারত সরকারের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম শহর সহ বিভিন্ন জায়গায় কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিপাত হয় ।