হাওড়া গোলাবাড়ি থানার অরবিন্দ রোডে ইন্দিরা ভবনে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে নতুন মোড় রবিবার সকালে তদন্তে এলো ফরেন্সিক দল। তারা ফ্লাটের তালা খুলে কিছু নমুনা সংগ্রহ শুরু করে। তবে বৃদ্ধের একমাত্র মেয়ে সুনীতি দত্ত জানায় তার বাবাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। যদিও পুলিশ জানায় ময়না তদন্তের রিপোর্ট হাতে না পেলে কিছু বলা যাবে না।