করিমপুর ২ নম্বর ব্লকের অধীন মরুটিয়া থানার উদ্যোগে আজ আনুমানিক সন্ধ্যে পাঁচটার দিকে মদনমোহন লজে শ্যামা পূজার প্রতিটা কমিটিকে নিয়ে সমন্বয় বৈঠক করলেন তেহট্টর এসডিপিও ও করিমপুর CIও দীগলকান্দি অঞ্চলের প্রধান কার্তিক চন্দ্র মন্ডল। প্রশাসনের তরফ থেকে বলা হলো যে প্রতিটা পুজো কমিটি যেন সুষ্ঠু ও সুশৃংখলভাবে শ্যামাপূজাটা করে। প্রশাসন তাদের সবরকম সাহায্যের জন্য আছে