ঝাড়গ্রাম জেলা জুড়ে পালিত হচ্ছে করম উৎসব। জানা গেছে,ঝাড়গ্ৰামের শালবনী গ্রাম সহ বিভিন্ন গ্রামে কুড়মি-সহ বিভিন্ন সম্প্রদায়ের মূলবাসীরা মেতে ওঠেন এই করম পরবে। বৃহস্পতিবার রাত্রে করম পরব উপলক্ষে আয়োজিত ঝুমুর নৃত্যকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন। জানা গেছে, শস্যের সমৃদ্ধি কামনা ও কৃষি সৃষ্টির মুহূর্তকে স্মরণ করে করম গাছকে দেবজ্ঞানে পুজো করেন জঙ্গলমহলের আদিবাসী ও মূলবাসীরা। তারপর সেই গাছের ডাল কেটে শোভাযাত্রা করে বাড়ির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়।