ভয়ংকর গঙ্গা নদীর ভাঙ্গনের জেরে আতঙ্ক ছড়ানো কেশরপুর এলাকা জুড়ে। এত তীব্রতার সাথে ভাউন হচ্ছে সেই এলাকায় যার ফলে এই বাঁধে বাড়িঘর হারিয়ে আসা পরিবারগুলি সেখান থেকেই পালাচ্ছেন। বাধে থাকা বড় বড় গাছপালা সমস্ত কিছুই মুহূর্তের মধ্যে গিলে খাচ্ছে গঙ্গা। বহু পরিবার বাড়িঘর হারিয়ে এই বাঁধের ওপরে আশ্রয় নিয়েছিল। কিন্তু ভাঙ্গনের তীব্রতায় সেই সমস্ত পরিবার সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে। দ্রুত ভাঙ্গন রক্ষা না গেলে গোটা বাঁধ শেষ হয়ে যাবে আশঙ্কা করছে এলাকাবাসী।