পুরশুড়া থানার পশ্চিমপাড়া এলাকার পিউ মন্ডল (২৪)গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে থানা সূত্রের খবর। বাড়িতে স্বামী সন্তু মন্ডল না থাকা অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পরে।পরিবারের লোকেরা দেখতে পেয়ে উদ্ধার করে পুরশুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পরে। তবে কি কারনে আত্মঘাতী তা পরিবারের পক্ষ থেকে জানাযায় নি।