ছিল না নিজের জায়গাতে যাওয়ার রাস্তা, রাস্তার উপরেই বাড়ি করে বেআইনিভাবে দখল করে বসেছিলেন এক ব্যক্তি। নিজের জায়গাতে যাওয়ার রাস্তার দাবীতে ২০১২ সালে আদালতে একটি মামলা করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগরের বেলদা থানার অন্তর্গত আকন্দা গ্রামের বাসিন্দা আমের আলী। অবশেষে সেই মামলার কয়েক বছর পরে মহামান্য আদালতের নির্দেশে উচ্ছেদ করা হলো সেই যবর দখলকারীকে। শনিবার সকাল 11 টা থেকে শুরু হয় এই উচ্ছেদ প্রক্রিয়া। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় উচ্ছেদ।