দুই মেয়ে দিব্যাঙ্গ ভাতা না হওয়ায় অসহায় পরিবার।পরিবারে দুইজন কন্যা সন্তান। দুই জনই দিব্যাঙ্গ। পরিবারটি অন্তর্দয়। নুন আনতে পান্তা ফুরায়। কোনরকমে দিন কাটে তাদের। বাবা পরের রাবার বাগানে টেপার এর কাজ করে। দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার। বাবার নাম মুক্তা রাই কলই। মায়ের নাম শ্যাম পারি কল ই।