কৈলাশহর ইরানি থানার অধীন শ্রীনাথপুর এলাকার বাসিন্দা সইফা বেগম বাড়ি থেকে গত ৭-৭-২৫ তারিখে চুরি হয়ে যায় দুটি ছাগল। সকল ছাগল মালিকের বুদ্ধিমত্তার কারণে কদমতলা থানার পুলিশের সহযোগিতা নিয়ে কালাছড়া এলাকা থেকে চুরি হয়ে যাওয়ার দুটি ছাগল সহ আরও তিনটি ছাগল উদ্ধার করতে সক্ষম হয় কদমতলা পুলিশ।