একদিন পর নদীর জোয়ারের জলে ভেসে এলো তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ,চাঞ্চল্য খানাকুলের ছাব্বিশবিঘা এলাকায়।জানা যায়,বৃহস্পতিবার হরিশ্চক এলাকায় মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান ওই এলাকারই বাসিন্দা শুকদেব বাগ।অনেক খোঁজ চালানো হলেও তার হদিস না মিললেও শুক্রবার এলাকা থেকে কিছুটা দূরে জোয়ারের জলে তার দেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা।পরিবারের লোকজন গিয়ে দেহ উদ্ধার করে।খানাকুল থানার পুলিশ দেহ ময়নাতদন্তর জন্য আরামবাগ মেডিক্যালে পাঠায়।ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।