শহর কলকাতায় ফের ইডি'র অভিযান। এবার বালি পাচারের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যে বালি পাচারের অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই তদন্তে অভিযানে ইডি। সোমবার বেহালার জেমস লং সরণীর একটি অফিসে চলছে ইডি তল্লাশি, জানা গিয়েছে জিডি মাইনিং নামে একটি সংস্থার কার্যালয় রয়েছে এখানে। সংস্থাটি বালির সঙ্গে জড়িত এবং এর আরও একটি শাখা বিধাননগর সেক্টর ফাইভে রয়েছে বলে জানা গেছে।