বিগত ৩ বছর ধরে বেহাল অবস্থা গ্রাম সড়ক যোজনার রাস্তা,রাস্তা জুড়ে রয়েছে বড়বড় গর্ত বৃষ্টি হলেই তাতে জল জমে বিপদ ডেকে আনে।বেহাল রাস্তার জেরে জরুরি প্রয়োজনে এলাকায় ঢোকেনা অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি,বেহাল রাস্তার জেরে যাতায়াতে চরম ভোগান্তির শিকার একাধিক গ্রামের বাসিন্দারা।রাস্তার করুন দশা শিকার করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে।