কল্যাণপুর আদি দুর্গাপূজার থিম মৃত্তিকা, ৪৫তম বছর মোট খরচ ২৮লক্ষ টাকা পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পুজোর মধ্যে হচ্ছে আসানসোলের কল্যাণপুর আদি দুর্গাপুজো কমিটির দুর্গাপূজা এবারে থিম মৃত্তিকা। ৪৫ তম পূজোতে সমগ্র মণ্ডপ মাটির কলসি ও মাটির বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। কুমোরের ঘরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। এই মন্ডপে মা দুর্গা মাটির ঢিপিতে আসীন। হাতে কোন অস্ত্র নেই। স্বভাবতই অভিনব এই মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সে দৃশ্য দেখা মিললো